বাংলাদেশের সঙ্গীতাঙ্গেনের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন ছিল গতকাল। তারই ৮৪তম জন্মদিন উপলক্ষে চ্যানেল আই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার উদ্যোগ নেয়। চ্যানেল আইতে ফেরদৌসী রহমানের জন্মদিনের বিশেষ অনুষ্ঠান শুরু হয় সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে। এই আয়োজনে ফেরদৌসী রহমানকে গানে গানে শ্রদ্ধা জানান ক্ষুদে গানরাজ’ খ্যাত প্রজন্মের শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী অনন্যা আচার্য্য ও ২০২৩ সালের সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ হওয়া প্রথম সঙ্গীতশিল্পী সাবরিনা নওশিন টুশি। ফেরদৌসী রহমানকে নিয়ে ‘গান দিয়ে শুরু’র বিশেষ এই পর্বে অনন্যা একে একে শ্রোতা দর্শককে গেয়ে শোনালেন ‘আমি সাগরের নীল’, কথা বলো না বলো’, ‘ও কী গাড়িয়াল ভাই’ ও ১যার ছায়া পড়েছে’ গানগুলো। টুশি একে একে পরিবেশন করেছেন ‘এই নীল নীল নীল’, ‘কিছু বলা যায়না’, ‘যেজন প্রেমের ভাব জানেনা’ ও ‘গান হয়ে এলে’ গানগুলো।
এই আয়োজনে প্রিয়াঙ্গাও সঙ্গীত পরিবেশন করেছেন। অনন্যা আচার্য্য বলেন, ‘এতো আমার পরম সৌভাগ্য যে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অভিভাবক, গুরুজন এবং জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান ম্যামের জন্মদিনের শুরুটা হয়েছে আমাদের গান গাওয়ার মধ্যদিয়ে, আমাদের গানে গানে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে। এটা ভীষণ সত্যি যে জীবনে এমন সুযোগ বারে বারে আসেনা। তাই ভীষণ চেষ্টা করেছি গানগুলো সতর্কতার সঙ্গে সুরে থেকে মন দিয়ে গাইতে।