ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘কেন তুমি এত আক্রমণাত্মক হচ্ছো’

‘কেন তুমি এত আক্রমণাত্মক হচ্ছো’

প্রযুক্তি আধুনিক জীবনব্যবস্থার জন্য একটি অপরিহার্য আশীর্বাদ- যা শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও উৎপাদনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের অগ্রগতিকে সহজ ও উন্নত করেছে। প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষকে জ্ঞান অর্জন, সৃষ্টিশীল কাজ করা এবং বিশ্বের সাথে সংযুক্ত থাকতে সহায়তা করে। কিন্তু এই প্রযুক্তির বিড়ম্বনায় নাজেহাল তারকারা। অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকতে নিজের ফেসবুকে তারকারা নিজের ছবি প্রকাশ করেন। ওই পোস্টগুলো কখনও কখনও তাদের মাথা ব্যাথার কারণ হয়ে ওঠে। এই যেমন সম্প্রতি ছোটপর্দার অভিনেতা ইয়াশ রোহানের একটি পোস্টকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে। তবে ধর্মীয় বিভাজনকে নিয়ে কটাক্ষ মোটেও ভালোভাবে নেননি শোবিজ তারকারা। মেহজাবীন চৌধুর, আরশ খান, রাশেদ মামুন অপুসহ অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার সাইবুর বুলিং নিয়ে সোচ্চার হলেন ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। নিজের ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, তুমি এত আক্রমণাত্মক কেন হচ্ছো? কেন তুমি দিন দিন আরও বড় দানবে পরিণত হচ্ছো?  তুমি এত নেতিবাচক কেন হচ্ছো? কখনও কি নিজেকে জিজ্ঞেস করেছ ঘুমাতে যাওয়ার আগে ‘আমি এমন কেন হচ্ছি? কারও খারাপ সময় বা খারাপ স্মৃতি তৈরি করে আমার কঠোর কথায় আমি কী আনন্দ পাচ্ছি?’ কখনও কি নিজেকে এমনটা প্রশ্ন করেছো? যদি না করে থাকো, তাহলে এখন থেকেই করা শুরু কর। এরপর তিনি লিখেছেন, কারণ এভাবে চললে তুমি কখনও একজন ভালো মানুষ হতে পারবে না। নিজের জন্য ভালো মানুষ হও, বিশ্বের জন্য নয়।’ সর্বশেষে সাইবার বুলিং বন্ধের আহ্বান জানিয়েছে তিনি লিখেছেন, সামাজিক মাধ্যমে মানুষকে বুলিং করা বন্ধ করুন। প্রসঙ্গত, আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর তিনি আরও দুইটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন।

সাফা কবির,অভিনেত্রী,আক্রমণাত্মক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত