ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শ্রাবণী সায়ন্তনীর স্বপ্ন

শ্রাবণী সায়ন্তনীর স্বপ্ন

চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রাবণী সায়ন্তনী সাধারণত নিজের মৌলিক গান প্রকাশের দিকেই সবসময় মনোযোগ দিয়েছেন।

এরইমধ্যে তার কণ্ঠে প্রকাশিত কয়েকটি মৌলিক গান শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। সামনে আরও বেশকিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে বলেও জানান তিনি।

এরইমধ্যে পূজার ছুটিতে তিনি রংপুর গেছেন। আর কয়েকদিনের মধ্যে ঢাকায় ফিরে নতুন আরও কয়েকটি মৌলিক গানে ভয়েজ দিবেন বলেও জানান তিনি। এরইমধ্যে গেলো দুর্গাপূজায় ‘পূজো এলোরে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেলে। গানটি লিখেছেন ও সুর করেছেন পুণম মিত্র। শ্রাবণী সায়ন্তনীর সঙ্গে এই গানে আরও কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক, অনন্যা ও পুণম।

গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানান শ্রাবণী সায়ন্তনী। তবে যে গানটির জন্য শ্রাবণী সবচেয়ে বেশি সাড়া পান প্রতি নিয়ত সেই গানটি হলো ‘তোকেই শুধু চাই’। গানটি গেল বছর প্রকাশিত হয়েছে ইউটিউবে। গানটি লিখেছেন আল আমিন জমাদ্দার ও আশিক মাহমুদ। গানটির সুর সঙ্গীত করেছেন আকাশ মাহমুদ। গানটি এরইমধ্যে কয়েক লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন।

শ্রাবণী সায়ন্তনী,স্বপ্ন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত