ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

মুম্বাইয়ে ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ

মুম্বাইয়ে ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

ভারতের মুম্বাইয়ে ট্রেনের মধ্যে এক নারীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কুলিকে গ্রেফতার করেছে পুলিশ।

মাঝবয়সি ওই নারী একটি দূরপাল্লার ট্রেনে চেপে বান্দ্রায় পৌঁছান। স্টেশনে নামার পর তিনি অন্য একটি ট্রেনে ওঠেন। দ্বিতীয় ট্রেনের কামরাটি সেসময় ফাঁকাই ছিল। ট্রেনের ওই ফাঁকা কামরাতেই তাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে এক কুলিকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ জানায়, মাঝবয়সি ওই নারী এবং তার সন্তান শনিবার রাতের একটি ট্রেনে বান্দ্রা স্টেশনে পৌঁছান। প্লাটফর্মের অন্য দিকে আরও একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। সেটিতে তখন কোনও যাত্রী ছিলেন না।

ওই নারী ভুল করে ওই ফাঁকা ট্রেনটিতে ওঠেন। বান্দ্রা স্টেশনের রেল পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, ওই সময়ে কেবল অভিযুক্ত কুলিই কামরায় উপস্থিত ছিলেন।

ধর্ষণের পর ওই কুলি সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারী বান্দ্রা জিআরপি থানায় অভিযোগ জানালে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হয়েছে।

তবে ওই নারী কেন ফাঁকা ট্রেনে উঠেছিলেন এবং তার সন্তান তখন কোথায় ছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ট্রেন,ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত