ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ ‘ভাড়াটে’ এজেন্ট গ্রেফতার করেছে ইরান

ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ ‘ভাড়াটে’ এজেন্ট গ্রেফতার করেছে ইরান

সংঘাত চলাকালে ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ জন ‘ভাড়াটে’ এজেন্টকে গ্রেফতার করেছে ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাড়াটে ব্যক্তিরা মূলত গোয়েন্দাগিরি ও নাশকতার কাজে নিয়োজিত ছিল। জনসাধারণের তথ্য ও গোয়েন্দা অভিযানের ভিত্তিতে তাদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর আগে স্বীকার করেছে যে তারা ‘অপারেশন রাইজিং লায়ন’-এর অংশ হিসেবে ইরানে তাদের গুপ্তচরদের মাধ্যমে হামলার প্রস্তুতি নিয়েছিল। এই অভিযানে ইরানের অভ্যন্তরে ড্রোন হামলা চালানোর জন্য মোসাদ একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল বলেও জানা যায়।

এই ধরনের কর্মকাণ্ড ইরানের নিরাপত্তা বাহিনীর মধ্যে চরম উদ্বেগ ও ‘মনস্তাত্ত্বিক নিরাপত্তাহীনতা’ সৃষ্টি করে। অনেক ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলপন্থি মতামত প্রকাশের দায়ে গ্রেফতার করা হয়েছে।

তেহরান প্রসিকিউটর অফিসে একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে, যার কাজ হচ্ছে ইরানি সংবাদমাধ্যম ও ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নজরদারি করা।

এছাড়া, ইরানের অন্যান্য সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইসরায়েল,এজেন্ট,গ্রেফতার,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত