ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন গণমাধ্যম সিএনএন ও নিউ ইয়র্ক টাইমসকে ভুয়া ও ব্যর্থ আখ্যা দিয়ে বলেন, এই গণমাধ্যমগুলো ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানে প্রশ্ন তুলে জনগণের বিভ্রান্তি তৈরি করছে। ট্রাম্প দাবি করেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনাকে নিখুঁতভাবে ধ্বংস করা হয়েছে এবং হামলার সাফল্যে অংশ নেওয়া মার্কিন সেনাদের প্রতি গণমাধ্যমের আচরণ অত্যন্ত অসম্মানজনক।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রে ফাঁস হওয়া তথ্যের বরাতে দাবি করা হয়েছে, মার্কিন হামলা ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি। বরং দেশটি এখনও এমন পরিমাণ ইউরেনিয়াম মজুদ রেখেছে, যা প্রায় নয়টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের বিজয় ঘোষণাকে ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে কংগ্রেস সদস্য ব্র্যাড শেরম্যান বলেন, ইরানের সমৃদ্ধকরণ সক্ষমতা ও সেন্ট্রিফিউজ ধ্বংসের ব্যাপারে হোয়াইট হাউজ এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।

এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের বক্তব্য এবং বাস্তবতার মধ্যে ফারাক থাকায় হামলার প্রকৃত ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে। যুক্তরাষ্ট্রের ভেতরেও বিষয়টি নিয়ে সমালোচনা বাড়ছে।

ফাঁস হওয়া,গোয়েন্দা তথ্য,ট্রাম্প
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত