
নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে মাদক-সন্ত্রাসবাদ মামলায় নিজেকে নির্দোষ দাবি করে বিচারককে বলেছেন, ‘আমি এখনও আমার দেশের বৈধ প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে।’
মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে মাদক সম্পর্কিত অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে তাদের হাজির করা হয়।
আদালতে মাদুরো বলেন, ‘আমি একজন নির্দোষ এবং সজ্জন ব্যক্তি। আমি এখনও আমার দেশের সাংবিধানিক প্রেসিডেন্ট।’
শুনানি নিয়ে আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন। বিচারক অ্যালভিন হেলারস্টাইন এ নির্দেশ দিয়েছেন।
এর আগে গত শনিবার মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে মাদুরোকে ভেনেজুয়েলা থেকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে আসা হয়। ওই অভিযানে ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে বড় ধরনের সামরিক হামলাও চালানো হয়।
আবা/এসআর/২৫