অনলাইন সংস্করণ
১৫:৫৫, ০৬ জানুয়ারি, ২০২৬
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদের একদম কাছে হঠাৎ গোলাগুলি ও বিমান-বিধ্বংসী গোলা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকেই দেশটিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।
এর মধ্যেই প্রেসিডেন্ট প্রাসাদের আকাশে অনুমতিহীন ড্রোন দেখা যাওয়ায় নিরাপত্তা বাহিনী গুলি ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে ধরা পড়ার পর উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কারাকাসে গোলাগুলির পাশাপাশি বিমান-বিধ্বংসী গোলাবর্ষণের দৃশ্য দেখা গেছে।
ভেনেজুয়েলার একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি ছাড়া উড়তে থাকা ড্রোন লক্ষ্য করেই পুলিশ গুলিবর্ষণ করেছিল।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর ডেপুটি ডেলসি রদ্রিগেজ শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্ট প্রাসাদ মিরাফ্লোরেসের বাইরে গুলির শব্দ শোনা যায়।
সরকারঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদের ওপর অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার পর স্থানীয় সময় রাত ৮টার দিকে নিরাপত্তা বাহিনী সেগুলোর দিকে গুলিবর্ষণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।
এই গুলিবর্ষণের ঘটনা ভেনেজুয়েলাবাসীর মনে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের স্মৃতি ফিরিয়ে এনেছে। শনিবারের ওই অভিযানে অন্তত ৪০ জন নিহত হন এবং পদচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়।
প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বসবাসকারী এক বাসিন্দা এএফপিকে বলেন, প্রথমে তার মনে হয়েছিল আবার হয়তো আকাশে বিমান উড়ছে। কিন্তু আকাশে কোনো বিমান ছিল না, শুধু দুটো লাল আলো দেখা গেছে। গুলির শব্দে অনেকেই ভেবেছিলেন আবারও রাজধানীর ওপর দিয়ে বিমান উড়ছে এবং সবাই জানালার বাইরে তাকিয়ে কী ঘটছে তা দেখার চেষ্টা করছিলেন।
এদিকে এনবিসি নিউজ জানিয়েছে, কারাকাসে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে গুলিবর্ষণের ঘটনাটি যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এই ঘটনার সঙ্গে ওয়াশিংটনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে হোয়াইট হাউসের দুই কর্মকর্তা দাবি করেছেন।
তারা বলেন, ভেনেজুয়েলা থেকে পাওয়া গুলিবর্ষণের খবর ঘনিষ্ঠভাবে নজরদারি করা হচ্ছে, তবে যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়।
এর আগে বিবিওএনও নিউজও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলির শব্দ শোনার খবর দিয়েছিল।