প্রাথমিক শিক্ষায় ঘাটতি কখনও পূরণ হয় না উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, একটি শিশুর জীবনের ভিত্তি গড়ে দেয় প্রাথমিক শিক্ষা। এই স্তরে যদি ঘাটতি থাকে তা বয়স বাড়ার পরেও পূরণ হয় না।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এর সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “জনগণের ধারণা, প্রাথমিক বিদ্যালয়ে সঠিকভাবে শিক্ষা দেওয়া হয় না। এখানে যারা কর্মরত আছেন, তারা শিক্ষার বাইরের কর্মকাণ্ডে বেশি ব্যস্ত। এই ভুল ধারণা ভাঙার দায়িত্ব আপনাদের।”
তিনি আরও বলেন, “প্রাথমিক বিদ্যালয় শিশুদের শেখার প্রথম প্রতিষ্ঠান। পরিবার ও সমাজে মৌখিক ভাষা শেখার পর শিশুরা বিদ্যালয়ে আসে লিখিত ভাষার সঙ্গে পরিচিত হতে। লিখিত ভাষা শেখানো মানে জ্ঞানের জগতে প্রবেশের চাবি তুলে দেওয়া।”
শিক্ষার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, “একটি শিশুকে জীবনের উপযোগী করে গড়ে তোলাই শিক্ষা। প্রাথমিক বিদ্যালয়ের কাজ মৌলিক দক্ষতা অর্জনে সহায়তা করা—যেমন মাতৃভাষা, গাণিতিক ভাষা এবং নৈতিকতা। শিশুরা ভাষা নিয়ে জন্মায় না, কিন্তু শেখার সক্ষমতা নিয়ে জন্মায়। আমরা তাদের সেই দক্ষতাকে বিকশিত করি।”
তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমরা শিশুদের পড়তে শেখাই, আর মাধ্যমিক পর্যায়ে পড়িয়ে শেখানো হয়। তাই গুণগত মানে প্রাথমিক শিক্ষা আলাদা গুরুত্ব বহন করে।”
সভায় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. সানাউল্লাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাব পেশ করেন। শেষে উপদেষ্টা রাজশাহীর বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।