ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়

ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু হতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার (২৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্কের সফর এবং দীর্ঘদিনের আলোচনার ফল হিসেবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে এবং চূড়ান্ত খসড়া ভলকার টুর্কের কাছে পাঠানো হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর কার্যালয়টি চালু হবে। প্রাথমিকভাবে এটি তিন বছরের জন্য চালু থাকলেও উভয় পক্ষের সম্মতিতে মেয়াদ নবায়নের সুযোগ থাকবে। রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি এই কার্যালয় মানবাধিকার রক্ষায় একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা।

ঢাকা,জাতিসংঘ,মানবাধিকার,কার্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত