আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। সারাদেশে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করবে দেশের মানুষ। ঈদ উদযাপন ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপিও।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, গুলশানে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকাসহ বিভিন্ন জেলায় দলটির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা নামাজ আদায় করবেন। শুভেচ্ছা বিনিময় করবেন নেতাকর্মীদের সঙ্গে।
ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা জানাবেন।
ঈদের রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের শীর্ষ নেতারা।