ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত সদস্যের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে চার কমিশনার রয়েছেন।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

উপস্থিত অন্য নেতারা হলেন– সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা এ টি এম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। এছাড়াও রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দীন।

নির্বাচন কমিশন,ইসি,জামায়াতে ইসলামী,বৈঠক,প্রতিনিধিদল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত