ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অচিরেই তারেক রহমান ফিরে দেশ ও দলের হাল ধরবেন: মির্জা আব্বাস

অচিরেই তারেক রহমান ফিরে দেশ ও দলের হাল ধরবেন: মির্জা আব্বাস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দেশ ও রাজনীতির হাল ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ বিষয়ক এক আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা আব্বাস বলেন, আমাদের সকলের গর্ব করা উচিত যে; আমরা এমন একজন নেতা ও নেত্রী পেয়েছি। অতঃপর তাদের উত্তরসূরি আমাদের নেতা তারেক রহমানের মত মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি ও করছি।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা-চেতনার মাধ্যমে এদেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশনেত্রীর অসুস্থতার সময়ে এটা প্রমাণ হয়েছে; উনি শুধু দেশনেত্রী নয়, আমাদের নেত্রী নয়, আমাদের গর্বে জায়গা বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক।

তারেক রহমান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,মির্জা আব্বাস,রাজনীতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত