কাছে আসার ভীষণ আকুলতা নিয়ে
দূরে চলে গেলো অভিমানে
বিপরীতের মানুষটা বুঝলোই না।
মুগ্ধ হয়ে চেয়ে থাকতো ঘণ্টার পর ঘণ্টা
অথচ এখন দৃষ্টি বিরতিতে বহুকাল
প্রেমিক মনটা বুঝলোই না।
ত্রিশ মিনিটের বিরহে কাতর হতো
ঘুম, খাওয়া, হাসি পালিয়ে যেতো
আবেগী মনটা বুঝলোই না।
সুন্দর সময় উড়ে ফুড়ে চলে গেলো
স্মৃতিরা আজীবন সদস্য হলো
অকৃতজ্ঞ মন বুঝলোই না।