ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রামে শুরু হচ্ছে নতুন স্যুয়ারেজ প্রকল্প

চট্টগ্রামে শুরু হচ্ছে নতুন স্যুয়ারেজ প্রকল্প

চট্টগ্রাম মহানগরীতে পরিকল্পিত স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নের আরও একটি প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এরইমধ্যে প্রকল্পটির পরামর্শক নিয়োগের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। ২৪টি বিদেশি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। যাচাই-বাছাই শেষে একটি প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগের পর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। উত্তর কাট্টলী স্যুয়ারেজ স্যানিটেশন প্রজেক্ট নামের ২ হাজার ৮০০ কোটি টাকার এই প্রকল্পটিতে ফ্রান্স অর্থায়ন করছে। বন্দরনগরী চট্টগ্রামে পরিকল্পিত কোনো স্যুয়ারেজ সিস্টেম নেই। মানুষের বাসাবাড়িতে সেপটিক ট্যাংকে ময়লা জমা হয়। এছাড়া প্রতিদিন নগরীতে প্রায় ২৮৮ মিলিয়ন লিটার বর্জ্য পানি নিঃসৃত হয়ে নদীতে পড়ছে। ২০৩০ সালে এর পরিমাণ প্রতিদিন ৫১৫ মিলিয়ন লিটারে গিয়ে দাঁড়াবে। এছাড়া নগরে প্রতিদিন প্রায় ৫৩৯ ঘনমিটার ফিকেল স্ন্যাজ সেপটিক ট্যাংকে জমা হচ্ছে, যা ২০৩০ সাল নাগাদ প্রতিদিন প্রায় ৭১৫ ঘনমিটার হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। ওয়াশরুমের বর্জ পানি নগরীর নালা হয়ে নদীতে পড়ছে। নালার ভিতর দিয়ে যাওয়া ওয়াসার পাইপলাইনেও এসব পানি ঢুকে পড়ছে। শহরের পানি প্রতিনিয়ত দূষিত হচ্ছে, যা সার্বিকভাবে চট্টগ্রামের পরিবেশ দূষণ করছে বলে মন্তব্য করে সূত্র বলেছে, ভবিষ্যতে চট্টগ্রাম মহানগরীতে সুপেয় পানি সরবরাহে সংকট সৃষ্টির শঙ্কা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত