কুমিল্লার তিতাসে পেরুজল ইসলামিক স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পেরুজল ইসলামিক স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক মো. ওসমান গণির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ গার্লস কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক সাহিদুর রহমান সাহিদ, পেরুজল ইসলামিক স্কুল অ্যান্ড টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান শরিফুল ইসলাম শিকদার, সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, পরিচালক তৈয়ব আলী, মো. আব্দুর রহিম, ছাইদুল ভূঁইয়া, মো. রবিউল আউয়াল, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহর মুন্সী প্রমুখ।