ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সড়ক দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

সড়ক দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ ইপিজেডের আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাচীন সড়ক দখল করে বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের প্রবেশমুখে সরকারি সংস্থার নাম ভাঙ্গিয়ে একটি প্রভাবশালী মহল অপরিকল্পিতভাবে কয়েকশ দোকানঘর ও অবৈধ বাজার নির্মাণ করে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এতে যানজট, চুরি-ছিনতাই, হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত ও ইপিজেডে উৎপাদিত পণ্য পরিবহনে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে সোমবার দুপুরে ‘সচেতন নাগরিক সমাজ’ এর ব্যানারে টমছমব্রিজ-ইপিজেড রোড এলাকায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. হাসান, উম্মে হাবিবা, মহিউদ্দিন মেহেদী, আবদুল হালিম, ফারুক আহমেদ, কাজী হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতারা। এতে এলাকার নানা শেণিপেশার অসংখ্য ভূক্তভোগী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারি সড়কের দুই পাশে ডাক বিভাগের বিভাগীয় অফিস, প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর একটি শিক্ষা প্রতিষ্ঠান, অর্ধ লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থানের ইপিজেড, আদর্শ সদর উপজেলা পরিষদ, সিআইডি, পিবিআই, হাইওয়ে পুলিশ ও দুর্নীতি দমন কমিশন অফিস, মেডিকেল কলেজ হাসপাতাল, বাখরাবাদ গ্যাসের প্রধান কার্যালয়, সরকারি-বেসরকারি অফিস, বেশ কয়েকটি অভিজাত শপিং মলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়া ইপিজেডের চারপাশে রয়েছে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানসহ বহুতল ভবন। একটি প্রভাবশালী মহল সরকারি একটি সংস্থার নাম ভাঙিয়ে সরকারি সড়কের দুই পাশে এরই মধ্যে কয়েকশ দোকানঘর নির্মাণ করেছে এবং অরো দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছে। এতে এ সব এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধির পাশাপাশি যানজটসহ জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে এবং অভিজাত এলাকাগুলো বস্তিতে পরিণত করছে। তারা অবিলম্বে জনস্বার্থে এ সব দোকানঘর উচ্ছেদসহ নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সরকারের নিকট দাবি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত