ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ক্ষুদ্রঋণ গতিশীলতা আনতে প্রশিক্ষণ

ক্ষুদ্রঋণ গতিশীলতা আনতে প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, আব্দুল লতিফ খসরু, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার বারাকাত হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত