আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ধান উৎপাদনে কৃষকদেরকে সচেতন করতে পীরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুরে কয়েকশ কৃষকের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল। এর আগে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এর সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী রংপুরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী রংপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আফজাল হোসেন, কুড়িগ্রাম জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান ও কৃষক রিয়াজ উদ্দিন প্রমুখ। জাঁকজমক পূর্ণ এ অনুষ্ঠানে উদ্বোধক ওবায়দুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তিতে বিজ্ঞান নির্দেশিত টেকনোলজি কলাকৌশল আমাদের কৃষি উৎপাদনে বেশ সহায়ক ভূমিকা পালন করছে। এতে করে কম জনবলে ও সল্প খরচে লাভজনক ফসল উৎপাদন সম্ভব। এ পদ্ধতি ব্যবহার করে বিশ্বের অনেক দেশে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। তাই আমাদেরকেও এ সব প্রযুক্তি ব্যবহার করতে হবে। তবেই আমরা উন্নত কৃষির দেশে পরিণত হতে পারব।