শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরন বলেছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসায় চতুর্থবারের মত বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপোসহীন নেত্রীর হাত ধরে বাংলাদেশে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আওয়ামী দুঃশাসনের মুক্ত হবে দেশের মানুষ। বিএনপি সন্ত্রাস, গুম, খুন ও দখলদারিত্বের রাজনীতি করে না। গত রোববার রাতে জেলার নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ সতের বছর ক্ষমতায় থেকে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। কিন্তু বিএনপি এমন কোন দল নয় যে, জনগণের মন থেকে মুছে ফেলা যায়। পর পর তিনটি নির্বাচনে আওয়ামীলীগ বিএনপির ভোটারদেরকে ভয় পেয়ে দিনে ভোট রাতে করেছে। আবার নিজেরা নিজেরাই নির্বাচন নির্বাচন খেলার নামে ডামি প্রার্থীর নির্বাচন করেছে। এতেই বোঝা যায় আওয়ামী লীগ দেশের জনগণেকে কতটা ভয় পেত। শফিকুর রহমান কিরন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের আগামীর কান্ডারি তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে কাজ করে যাওয়ার আহ্বান জানান। চামটা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম কানন বেপারীর সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন।