ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

জাতীয় গণতহ্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের নিমিত্তে শরীয়তপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজ্বনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার নজ্বরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন। এছাড়াও সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, গণ্যমাণ্য ব্যক্তিরা, ব্যবসায়ী প্রতিনিধিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণতহ্যা দিবস, মহান স্বাধীনতা দিবস পালনে সবার অংশগ্রহণ ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আমরা যে সব জাতীয় দিবসগুলো পালন ও উদযাপন করে থাকি তা যেন ধারণ করি। যাদের হারিয়ে আমরা দেশ পেয়েছি তাদের ত্যাগ ও বিসর্জ্বন যেন আমাদের অনুপ্রেরণায় পরিণত হয়। তবেই তাদেরকে স্মরণে রাখা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত