চাঁদপুরের ফরিদগঞ্জে ঘটনা তদন্তে যাওয়া এক পুলিশ পরিদর্শককে হুমকিধমকি দিয়ে লাঞ্ছিতকারী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওনকে বহিষ্কার করেছে দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের পর ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা হওয়ার পরদিন দলটি থেকে এই বহিষ্কারাদেশের নির্দেশনা দেয়া হয়। গতকাল বুধবার বিকালে এ বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ইসমাইল। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদপুর জেলা শাখার অধীনস্থ ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবীকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরইমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। যা প্রেস রিলিজের মাধ্যমে সবাইকে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। এর আগে ফেইসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শাওন কাবীকে শালীনভাবে পুলিশের এক এসআই একটি অভিযোগ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করে সদুত্তর না পেলে তাকে থানায় যেতে বলেন। এতে কাবী দাম্ভিকতার সাথে সেই এসআইকে বলেন, আমি যাব না; আপনার ওসি স্যাররে বলেন এখানে আসতে।