ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে মসজিদের ভেতর খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা

চাঁদপুরে মসজিদের ভেতর খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা

চাঁদপুর শহরের প্রফেসার পাড়ায় জুম্মার নামাজ শেষে মসজিদের ইমাম নূরুর রহমানকে দেশীয় অস্ত্র, চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মুসল্লি বিল্লাল হোসেন নামক একজন তরকারী দোকানী। এ ঘটনায় মসজিদে থাকা মুসল্লিরা অভিযুক্ত বিল্লালের হাত থেকে ইমানকে রক্ষা করে ও ঘাতক বিল্লারকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার জুমার নামাজের পর শহরের প্রফেসার পাড়া মোল্লাবাড়ি মসজিদে। ঘটনার পর মসজিদের মুসল্লিরা গুরুত্বর আহত রক্তাক্ত জখম মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন আ ন ম নুরুর রহমান মাদানীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বিল্লালকে শতশত জনতার রোষানল থেকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, জুম্মার নাজাজের পূর্বে মসজিদের ইমাম যে বয়ান দিয়েছে, তাতে তরকারী বিক্রেতা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি বিল্লাল হোসেন অসন্তষ্ট হয়ে নামাজ শেষে ইমামের ওপর দেশীয় অস্ত্রনিয়ে হামলা চালিয়ে তাকে আহত করেছে। হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত ইমামকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপস্থিত মুসল্লিরা জানান, জুমার নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফিরে যাওয়ার প্রস্ততি নেওয়ার সময় হঠাৎ করেই হামলাকারী বিল্লাল খতিব আ ন ম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় মুসল্লীরা ইমাম সাহেবকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ সময় হামলাকারীকে মুসল্লিরা উত্তমণ্ডমধ্যম দিয়ে মসজিদের বারান্দায় আটকে রাখে। দাবি জানায়।

এলাকাবাসী জানান, গুরুতর রক্তাক্ত জখম খতিব আ ন ম নুরুর রহমান মাদানীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারী বিল্লালকে গণধোলাই দিয়ে মসজিদে আটকে রাখে মুসল্লিরা। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ হামলাকারীকে আটক করে থানায নিয়ে যায়।

হামলাকারী বিল্লাল জানান, আমার নবীজিকে অবহেলা করে কথা বলেছেন ইমাম সাহেব। এর জন্য তার ওপর হামলা করেছি। তবে আইন নিজের হাতে নেওয়া ঠিক হয়নি। বিক্ষুব্ধ মুসল্লিরা জানান, হামলাকারী বিল্লাল জঙ্গি টাইপের লোক, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের সদস্য। তিনি ইমাম সাহেবকে হামলা করার পূর্ব প্রস্তুতি নিয়েই মসজিদে চাপাতি নিয়ে এসেছেন। তার আঘাতে ইমাম সাহেবের এক কান কেটে গেছে। এছাড়া গলায় জখম হয়েছেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, আটক বিল্লাল একজন তরকারী ব্যবসায়ী। জুমার খুতবায় ইমামের বক্তব্য তার মনের মতো না হওয়ায় ইমামকে সে কুপিয়ে রক্তাক্ত করার কথা স্বীকার করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। আর এ বিষয়ে মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত