ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু

পাকুন্দিয়ায় নৌকাডুবিতে কলেজছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুইজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নিহত নীলা (১৭) সদর উপজেলার জালুয়াপাড়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। সে এইএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন জানান, আজ বিকালে চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি ছোট নৌকায় করে ঘুরতে বেড়িয়েছিলেন নিহত নীলা ও পরিবার। হটাৎ নৌকা ডুবি হলে চারজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নীলা ও তার মাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে আসলে নীলাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত