ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আদমদীঘিতে মাদককারবারি গ্রেপ্তার

আদমদীঘিতে মাদককারবারি গ্রেপ্তার

আদমদীঘির সান্তাহারে ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মুন্না (৩৫) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘির সান্দিড়া পশ্চিমপাড়া এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়। সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার পৌরসভা এলাকায় ডিউটিরত অবস্থায় জানতে পারেন সান্দিড়া পশ্চিমপাড়ায় মাদক বেচাকেনা চলছে।

এ সময় সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে জনৈক বক্কর আলীর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তা উপড় পৌঁছামাত্র অন্য কয়েকজন পালিয়ে গেলেও মুন্না নামের ওই মাদককারবারিকে আটক করে তার হেফাজতে বিশেষ কায়দার রাখা ২৫ পিস ট্যাপেন্টাডলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত