ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

দাগনভূঞায় তালগাছের চারা ও উপকরণ বিতরণ

দাগনভূঞায় তালগাছের চারা ও উপকরণ বিতরণ

দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষিপ্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ২৫০টি তাল গাছের চারা ও নেট বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এই চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফুল হায়দার ভূঁইয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা জাকের হোসেন, গোলাম রহমান চৌধুরী, সাইফুল ইসলাম, পুলক দাস, মোবারক হোসেন, ডেনী বড়ুয়া প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, তাল গাছের পরিবেশবান্ধব ও জনবান্ধব নানা উপকারিতার কথা তুলে ধরে পরিবেশ রক্ষায় তালগাছ রোপণের গুরুত্বের ওপর জোর দেন।

এছাড়াও বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ তালগাছের ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে চারা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত