ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ এলাকায় ফেনী নদী থেকে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত করায় এবং এর ফলে নদী তীরে ভাঙনের সৃষ্টি করায় নিন্মোক্ত ছয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, সোনাগাজী মডেল থানা পুলিশ ও বাংলাদেশ আনসার সদস্যরা।