খুলনার ফুলতলা চাঞ্চল্যকর গুলি করে সুমন হত্যা মামলার প্রধান আসামি মোমিন গাজী (২৮) কে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে গত বুধবার রাতে যশোর কোতয়ালী থানাধীন দাইতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সে ফুলতলা উপজেলা পিপরাইল গ্রামের নাজিম গাজীর ছেলে। গতকাল বৃহস্পতিবার র্যাব-৬ এর সদর দপ্তর থেকে এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় নিহত সুমন মোল্যা এবং আসামি মোমিন গাজী প্রায় সময় একসঙ্গে চলাফেরা করত। আসামি এলাকায় সন্ত্রাস, মাদককারবারি, চুরি, চাঁদাবাজির সঙ্গে জড়িত। চোরাই নৌকা এবং স্যালোমেশিন ক্রয়-বিক্রয় করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সুমনের সঙ্গে মোমিনের বিরোধ চলে আসছিল। সুমন গত ২২ এপ্রিল বেলা ১১টায় তার শ্যালক ইকরামুল খান এর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে জামিরা বাজারে যায়। বাজার থেকে কাজ শেষে সুমন মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা করে এবং বেলা পৌনে ১টায় ফুলতলা থানাধীন পিপরাইল (পশ্চিমপাড়া) এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা প্রধান আসামি মোমিন গাজী ও অজ্ঞাতনামা আরও ২ জন আসামি সুমনকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি সুমনের চোয়ালে লেগে চোয়ালসহ গলা এবং শ্বাসনালীর মাংস ছিড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।