ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ তিন

দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ তিন

পাবনার ঈশ্বরদী উপজেলায় লক্ষিকুন্ডা ইউনিয়নের চরকুরুলিয়ায় ডিগ্রি চরে আকাতের ঘাটে চরের জমি দখল নেওয়া কে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন দুটি পক্ষ। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। চরের জমি দখল নিয়ে দুই গ্রুপের এই সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়লিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চরকড়ুলিয়া গ্রামের ইয়াছিন বাহিনীর রেকাত আলীর ছেলে পিল্লু (২৬), হাবিবুল ইসলাম হুজুরের ছেলে সোয়াইব হোসেন (২৭)। বাকি এক জনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে ইয়াছিন আলী অস্ত্রসহ ৩০-৩৫টি মোটরসাইকেল নিয়ে ডিগ্রির চরে যায়। সেখানে আগে থেকে অবস্থানরত কুষ্টিয়ার মুকুল বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধ শুরু হয়। এতে দুই গ্রুপের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহতদের পাবনার জেনারেল হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। চরের এক বাসিন্দা জানান, ডিগ্রির চরসহ পদ্মার তীরে বেশ কয়েকটি চর ঈশ্বরদী উপজেলার মধ্যে হলেও কুষ্টিয়ার জেলার নিকটবর্তী। ফলে কুষ্টিয়ার জামাল বাহিনী এ চর দখলে রাখতে চায়। এদিকে ইয়াছিন বাহিনীও চরের দখল নিতে মরিয়া। চরের দখল নিয়ে এর আগেও এ দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার রাতেও ডিগ্রির চরে অসংখ্য গুলির শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে কল রিসিভ করেন এসআই পারভীন। তিনি জানান, ডিগ্রির চরে সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত