ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা

শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা

সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতীতে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই অবৈধভাবে ইটভাটা গড়ে তোলা হয়েছে। জানা যায়, ইটভাটা স্থাপন ও পরিবেশ নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ১ কিলোমিটারের মধ্যে ৫০ টির অধিক বসতবাড়ি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থাকা যাবে না। অথচ ২০০ মিটার থেকে ৭০০ মিটারের মধ্যে ভূঞাগাঁতী, ইচলাদিগর ও ইচলাচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ৩টি মন্দিরও কয়েকটি গ্রামের বসত বাড়ি রয়েছে। কিন্তু ওই প্রভাবশালী ইটভাটার ক্ষেত্রে তা মানা হয়নি এবং বন্ধ হয়নি ইট পোড়ানো। ভাটার কালো ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে এলাকার পরিবেশ। এতে মারাক্তক স্বাস্থ্য ঝুঁকিতেও কোমলমতি শিশুরা। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, ধুলোবালি কালো ধোঁয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বাসতন্ত্রে চলে যায়। এতে নানা রোগে শিশু-বৃদ্ধ মানুষ আক্রান্ত হয়। ইচলাদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আশরাফ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্কুল মাদ্রাসা মন্দির থাকা সত্ত্বেও কিভাবে এই ইটভাটা গড়ে উঠল। অনুমোদনই বা পায় কি করে? এ প্রশ্ন এখন এলাকাবাসীর। সংশ্লিষ্ট প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। এ বিষয়ে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, ওই ভাটাসহ কালো তালিকা ভূক্ত ইটভাটা ভেঙে ফেলার নিদের্শনা রয়েছে। ইতোপূর্বে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। তবে রায়গঞ্জে কালোতালিকাভুক্ত ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত