রংপুরের পীরগঞ্জে ১২ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার হাসারপাড়া গ্রামের মোকলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) বাড়ির পাশে গরুর ঘাস কাটছিল। এ সময় রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে বিটুল মিয়া সেখানে গিয়ে বেলালকে গালিগালাজ করে। এ নিয়ে বিটুল ও বেলালের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিটুল তার হাতে থাকা কুড়াল দিয়ে বেলালের মাথায় কোপ দেয়। গুরুতর আহতাবস্থায় বেলালকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্য হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা মোকলেছার রহমান থানায় হত্যা মামলা করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, হত্যায় ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রধান আসাসিসহ ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।