সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালা সাতরাস্তা পূর্বপাড়া এলাকায় মাদ্রাসার শিশু ছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার ঘটনায় যুবক আজমিরকে (২৯) গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়েছে। সে ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, গতকাল শনিবার সকালে স্থানীয় মাদ্রাসা থেকে ওই শিশু ছাত্রী বাড়ি যাচ্ছিল। এ সময় পথে আজমির গাছ থেকে আম পেড়ে দেয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় এবং কাশবনে নিয়ে মুখচেপে তাকে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা এ ঘটনা টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে গণপিটুনি দেয়। এ সংবাদে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।