ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

সাংবাদিকদের ডেটাবেজ তৈরি করা জরুরি

বললেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
সাংবাদিকদের ডেটাবেজ তৈরি করা জরুরি

চাঁদপুর জেলার সাংবাদিকবদের অংশগ্রহণে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

গতকাল রোববার চাঁদপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করা জরুরি।

হলুদ সাংবাদিকতা হলো- পাঠককে আকৃষ্ট করার জন্য ও চাঞ্চল্য সৃষ্টির উদ্দেশ্যে অতিরঞ্জিত এবং মিথ্যা সংবাদ পরিবেশন করা। জনগণের মুখপাত্র হলো সাংবাদিকরা। একেকজনের কাজের ধরন ভিন্ন, তবে পেশা এক। মিডিয়া শব্দটি আগে এতো জনপ্রিয় ছিল না। বর্তমানে মিডিয়ার অনেক জনপ্রিয়তা হয়েছে। সোশ্যাল মিডিয়ার লাগাম টেনে ধরার জন্য আইনগতভাবে অনেক কিছু হয়েছে, যা সকলের জানা।

তিনি বলেন, সাংবাদিকদের প্রাপ্ত তথ্যাবলির সত্যতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। বিদ্বেষপূর্ণ খবর প্রকাশ করা যাবে না। কোনো অবস্থাতেই সোর্সের নাম প্রকাশ করা যাবে না। শিক্ষাকে মান-মর্যাদাসম্পন্ন করতে হলে ট্রেনিং-এর বিকল্প নেই। যার যার কাজটা যদি আমরা সঠিকভাবে করি, তাহলে দেশটা অনেক সুন্দর হবে। বর্তমান সময়ে প্রিন্ট পত্রিকা বের করতে অনেক খরচ। তারপরও চাঁদপুরে ২১ দৈনিক পত্রিকার মধ্যে হয়তো ১৫টি পত্রিকা প্রকাশ হয়। তবে পত্রিকা প্রকাশ করে আয় করা বর্তমান সময়ে অনেক কঠিন কাজ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সুপ্রভাত চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আব্দুস সবুর।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার তপন বেপারী। রিপোর্টিং ও রেজিস্ট্রশনের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এরপর পরিচিতি পর্ব, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রনীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব, সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব ও হলুদ সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর প্রয়োগ, সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্ত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত