ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার লাকসামে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে জিহাদ হোসেন (৮) এবং শাব্বির হোসেন মহিন (১১) নামের দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে লাকসাম পৌরসভা এলাকার গুনতি গ্রামের একটি পুকুরে শিশুদের লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। দুই শিশু হচ্ছে, লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন এবং মোহাম্মদ আলীর ছেলে শাব্বির হোসেন মহিন। তারা স্থানীয় গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী ও শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরের পর থেকে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন মনে করেছিলেন ওই দুই শিশু খেলাধূলা করতে বাড়ি থেকে বের হয়েছে। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুজি শুরু করেন। ওই দিন বৃষ্টি ও বজ্রপাত হয়েছে, আত্মীয়-স্বজনের বাড়ি ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান মেলেনি।

ভোরে স্থানীয় একটি পুকুরে শিশুদের লাশ ভাসতে দেখেন এক ব্যক্তি। পরে শিশুদের স্বজন ও এলাকার লোকজন ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেন। লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশের ময়না তদন্ত করার উদ্যোগ নিলেও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দুটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত