ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

হত্যায় মামলায় যাবজ্জীবন

হত্যায় মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় ১০০ টাকা বখশিশের বাগবিণ্ডায় কাজী মারুফ নামের এক তরুণকে হত্যার ঘটনায় সিএনজি ফিলিং স্টেশনে তার এক সহকর্মী গোলাম রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি গোলাম রাব্বী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বখশিশের ১০০ টাকার ভাগ-বণ্টনের দ্বন্দ্বে গোলাম রাব্বী তার সহকর্মী কাজী মারুফকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত