কুমিল্লায় ১০০ টাকা বখশিশের বাগবিণ্ডায় কাজী মারুফ নামের এক তরুণকে হত্যার ঘটনায় সিএনজি ফিলিং স্টেশনে তার এক সহকর্মী গোলাম রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি গোলাম রাব্বী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মে সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বখশিশের ১০০ টাকার ভাগ-বণ্টনের দ্বন্দ্বে গোলাম রাব্বী তার সহকর্মী কাজী মারুফকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।