ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পোশাক শ্রমিক মো. রফিক (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে ঢাকা- আরিচা মহাসড়কের বারবারিয়া এলাকায় ইনসেপ্টা ঔষুধ কারখানার সামনে এমন ঘটনাটি ঘটে। নিতহ রফিক মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খুশিচর এলাকার মো. তমিজউদ্দিনের ছেলে। তিনি ধামরাইয়ে জয়পুরায় অবস্থিত পলমল পোশাক কারখানায় সুপারভাইজার হিসাবে কর্মরত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১০টার দিকে মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে আসছিল বারবাড়িয়া ইনসেপ্টা ঔষুধ কারখানার সামনে পৌঁছালে পিছন দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হোন তিনি। এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ থেকে রফিক নামে পলমল পোশাক কারখানার এক সুপারভাইজার অফিসে যাওয়ার সময় ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া ইনসেপ্টা ঔষুধ কারখানার সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে রফিক মারা যায়।