নাটোরের বড়াইগ্রামের আগ্রান বিলে প্রায় আড়াইশ’ বিঘা জমির ফসল বাঁচাতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) আওতায় এলএলপি সেচ যন্ত্র স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। গতকাল শনিবার উপজেলার আগ্রান উত্তর পাড়া ফসলের মাঠ সংলগ্ন রাস্তার পাশে মানববন্ধনকালে কলেজ শিক্ষক আব্দুর রশিদ ও আব্দুর রহিম, ক্যাপ্টেন (অব.) মো. খলিলুর রহমান, কৃষক আব্দুল মান্নান ও ওমর আলী বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি আগ্রান বিলের আড়াইশ’ বিঘা জমির ফসল চাষাবাদের জন্য বিএডিসির আওতায় একটি এলএলপি সেচ পাম্প স্থাপনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল হীন উদ্দেশে গ্রামের কিছু লোকজনের মাঝে অসত্য তথ্য ছড়িয়ে এতে বাধা দিচ্ছে। তাদের বাধার কারণে সেচ পাম্প স্থাপন কাজ বন্ধ হয়ে গেছে। ফলে শতাধিক কৃষকের জমির ফসল সেচের অভাবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।