চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বিশ্বনাথপুর ৬ ঘরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে সাদেকুল ইসলাম সাদেক ঘোষের ৩টি বড় গর্ভবতী গাভী মারা গেছে আরও দুইটি অসুস্থ হয়ে আছে। মৃত গাভী ৩টির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রোববার সকালে বাখোরলি বাজার থেকে কাঁচা ঘাস কিনে গাভীগুলোকে খাওয়াইলে কিছুক্ষণের মধ্যে গাভীগুলো অসুস্থ হয়ে পড়ে। গাভীগুলো অসুস্থ হয়ে পড়লে শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করে। যোগাযোগের ১ ঘণ্টা পরে ভেটেরিনারি হাসপাতালে ডাক্তার মো. শাহাদৎ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন ৩টি গর্ভবতী গাভী মারা গেছে ও দুইটি গাভী অসুস্থ হয়ে পড়েছে মাটিতে পড়ে আছে। ডাক্তার এসে অসুস্থ গাভীগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেন এবং মৃত গাভীগুলোর মৃত্যুর কারণ বের করার জন্য আলামত সংগ্রহ করে নিয়ে যান।