ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি নেতা তুহিনের মুক্তি দাবি

বিএনপি নেতা তুহিনের মুক্তি দাবি

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম এর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নীলফামারী জেলা বিএনপি।

গতকাল মঙ্গলবার সকাল থেকে জেলা কৃষক দল, জেলা মৎস্যজীবী দল, জেলা যুবদল, জেলা মহিলা দল, সদর উপজেলা জাসাস, জেলা ছাত্রদল নিজ নিজ ব্যানারে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে, জেলা বিএনপির মিছিলে যোগদান করে। মিছিলটি নীলফামারী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু সোয়েম, বিএনপি সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর সভাপতি মাহবুব উর রহমান স্মারকলিপি প্রদান শেষে আবারও মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে ও জহুরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, সহ-সভাপতি মোকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেফাউল আলম সেপু, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হুমায়রা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজম, জেলা তাঁতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি, সদর জাসাস এর সভাপতি আওরঙ্গজেব সুজন। কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।

পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান তার বক্তব্য বলেন, শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রোষাণলে পড়ে তিনি দীর্ঘ ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলেন এবং দেশে ফিরে বীরের বেশে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আত্মসমর্পণ করেছেন এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

অবিলম্বে নিঃশর্তে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মুক্তি দিতে বর্তমান সরকারকে আহ্বান জানান। বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামিম শাহ তমু, সদস্য সচিব রাশেদ রেজা উদণ্ডদৌলা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু। শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নিঃশর্ত মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তি না দিলে সমগ্র রংপুর বিভাগ অচল করে দেওয়া হবে বলে বক্তারা হুঁশিরারি দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত