ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আন্তর্জাতিক নিলামকেন্দ্রে গ্রিন টি, ১৫০০ টাকা কেজিতে বিক্রি

আন্তর্জাতিক নিলামকেন্দ্রে গ্রিন টি, ১৫০০ টাকা কেজিতে বিক্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে গ্রিন লিফ চা বাগানের গ্রিন টি বিক্রি হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে। আর হবিগঞ্জের তেলিয়াপাড়া চা-বাগানের ব্ল্যাক টি বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি দরে। গত বুধবার শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রের অস্থায়ী নিলামকেন্দ্রে সকাল ১০টায় এ নিলাম শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এবারের নিলামে ৫টি ব্রোকার্স হাউসের মোট ১ লাখ ১৪ হাজার ৮৩৮ দশমিক ১০ কেজি চা তোলা হয়েছিল। এর বাজার দর ২ কোটি ২৯ লাখ ৬৭ হাজার টাকা। নিলামে তোলা অর্ধেকের বেশি চা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নিলাম কর্তৃপক্ষ। নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে গ্রিণ লিফ টি গার্ডেনের গ্রিন টি। প্রতি কেজি চা বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকায়। এছাড়া তেলিয়াপাড়া টি গার্ডেনের ব্ল্যাক টি সর্বোচ্চ ৪০০ টাকা দরে বিক্রি হয়। বাংলাদেশ চা বোর্ডের তথ্যমতে- চট্টগ্রাম কেন্দ্রে এবার নিলাম হবে ৪৮টি, গত মৌসুমে এই সংখ্যা ছিল ৪৯টি এবং শ্রীমঙ্গল কেন্দ্রে ছিল ২৫টি। সেক্ষেত্রে এ বছর চা নিলাম করার কর্মসূচি নেয়া হয়েছে ৪৮টি। তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে ২৬টি নিলামের কর্মসূচি নেয়া হলেও গত মৌসুমে সেখানে নিলাম হয়েছিল ২৪টি। চা-বাগান মালিক ও ব্রোকার্সরা জানান, সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে চায়ের গুণগত মান ভালো হয়েছে। নিলামে দর ও বিক্রি বেড়েছে। চা নিলামে কেন্দ্রের সভাপতি এমআর খান এবং চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন- তীব্র খরা ও আবহাওয়া অনুকূলে না থাকায় চায়ের গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তারপরও ভালো বৃষ্টিপাত হওয়াতে চা উৎপাদন ভালো হচ্ছে। তাই চায়ের নিলামে বেশ ভালো দাম পাওয়া গেছে। নিলামে চা কিনতে আসা ক্রেতারা জানান- এবার নিলামের চায়ের গুণগত মান ও ভালো দাম ছিল। ফলে বেচাকেনা বেশ ভালোই হয়েছে। জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের শেষ নিলাম পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১৩ লাখ ২৯ হাজার ১২১ দশমিক ৬০ কেজি চা অফার করা হয়েছিল। যার মধ্যে ১১ লাখ ৪৮ হাজার ৮৯৩ দশমিক ১০ কেজি বিক্রি হয়েছে। গড় মূল্য ছিল প্রায় ১৭৫ টাকা। অবিক্রিত রয়েছে ১ লাখ ৮০ হাজার ২২৮ দশমিক ৫০ কেজি চা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত