ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যবসায়ীদের বিক্ষোভ

ব্যবসায়ীদের বিক্ষোভ

বাগেরহাটে বাণিজ্য মেলার অনুমতি না দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাবের সামনে সম্মিলিত ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাথেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ সময় তারা দাবি করেন, আগামী ২৫ মে বাগেরহাট শহরের পৌর পার্কে শিল্প ও বাণিজ্য মেলা শুরুর হলে র‌্যাফেল ড্র’র নামে জুয়াসহ লটারির টিকিট বিক্রি হবে, ফলে শহরের আইনশৃঙ্খলার অবনতিসহ স্থানীয় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এখই বিষয়টি বিবেচনায় নিয়ে এই বাণিজ্য মেলা আয়োজন বন্ধ করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন করেছেন। মানববন্ধন শেষে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করাহয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত