ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে মতবিনিময়

হাজীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে মতবিনিময়

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে চলমান যানজট, পথচারী ভোগান্তি এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। গত সোমবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে রাজনৈতিক ব্যক্তিরা, সুধীজন, ব্যবসায়ী, হকারদেও সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, শিক্ষা কর্মকর্তা আবু ছাঈদ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, যুব-উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত