ঢাকা রোববার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

বেনাপোলে আমদানি রপ্তানি ও পণ্য খালাস শুরু

বেনাপোলে আমদানি  রপ্তানি ও পণ্য খালাস শুরু

কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দরে গতকাল সোমবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে পণ্য খালাসও চলছে সমানতালে। এতে করে কর্মচাঞ্চল্য ফিরেছে পুরো বন্দর এলাকায়। প্রায় চার হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগ দিয়েছেন। তবে হঠাৎ কাজের চাপ বেড়ে যাওয়ায় কাস্টমস ও বন্দর কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন পণ্য শুল্কায়ন ও খালাস দিতে। আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোহসিন মিলন বলেন, গত রোববার রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় গতকাল সকাল থেকেই বন্দর সচল হয়। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, শুল্কায়ন ও পণ্য ডেলিভারি চালু হয়েছে। রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, গতকাল সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দ্রুত কাজের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে ২৮ ও ২৯ জুন দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এতে করে বেনাপোল বন্দরে প্রায় ২ হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। শুল্ক আদায়ও বন্ধ থাকায় সরকার প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত