ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দুই মাদককারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে দুই মাদককারবারি গ্রেপ্তার

যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলেন- চাঁপাইনবাগঞ্জের গোমস্তাপুর উপজেলার শিমুলতলা বালু গ্রামের আকলু মিয়া সুমন (২১) ও শিবগঞ্জ উপজেলার গুপ্তমানিক ঘন্টলা গ্রামের শহাব আলী (১৯)। ওসি (ডিবি) একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার ফারুক হোসেনের দিকনির্দেশনায় গত রোববার গভীর রাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয় এবং গতকাল সোমবার ভোরে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত