ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত ও ২০২৫-২০২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার পাঁচটায় পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও ইউএনও মো. মহিউদ্দিন। পৌর প্রশাসক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আগামী অর্থবছরের জন্য ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকার বাজেট উপস্থাপন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়। এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ কোটি ১২ লাখ ১২ হাজার ৮৭৪ টাকা। উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৭১ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৯২৫ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৭ লাখ ১৯ হাজার ১২৪ টাকা। বাজেটে উদ্ধৃত্ত রয়েছে ২৪ লাখ ৬২ হাজার ৮০১ টাকা। চলতি অর্থবছরে উদ্ধৃত্ত উন্নয়ন তহবিল থেকে ১ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ১৪১ টাকা আগামী অর্থবছরের জন্য স্থানান্তর করা হয়েছে। সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, পৌরসভার নিজস্ব তহবিল ও বিভিন্ন প্রকল্প সহায়তা থেকে পৌরসভা এলাকার ভৌত অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট নির্মাণ, যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, সড়ক-উপসড়ক প্রশস্তকরণ, পাবলিক টয়লেট, বিদ্যুৎ লাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ, হাটবাজার উন্নয়ন, পৌর এলাকায় কসাইখানা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত