মেহেরপুরে ধর্ষণ মামলায় স্বপন আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তহিদুল ইসলাম এ আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি। দণ্ডিত স্বপন আলী মেহেরপুরের গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের এনামুল হকের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে পার্শ্ববর্তী জেলার নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন স্বপন আলী। সম্পর্কের সূত্রে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর মোবাইল ফোনে ডেকে নিয়ে গাংনী উপজেলার আকুবপুর গ্রামের নির্মাণাধীন একটি দুইতলা ভবনে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। পরে মেয়েটিকে এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। মেয়েটির বাবা ঘটনা জানার পর গাংনী থানায় স্বপন আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।