চাঁদপুর জেলা শহরে চাঁদপুর চিল্ড্রেন একাডেমি আয়োজনে টেবিলে সাজানো বাহারি রকমের দেশজ ফলের উৎসব পালন করা হলো। ক্ষুদে শিক্ষার্থীরা একে অন্যের সঙ্গে এসব ফলের বাহারি নাম ও গুণাবলী তুলে ধরছে। আয়োজন শেষে সেরা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় দেশজ ফল উৎসবের পুরষ্কার সামগ্রী। এমন আয়োজনে মুগ্ধ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। ব্যতিক্রমী এই দেশজ ফল উৎসবে আয়োজন করে চাঁদপুর চিল্ড্রেন একাডেমি।