জুলাই-আগস্ট বিপ্লবের স্মরণ ও প্রথম বর্ষপূর্তির উপলক্ষে নোয়াখালী চৌমুহনীতে যুবদলের র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মাসব্যাপী কমসূচির অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নির্দেশনায় যুবদলের র্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা যুবদলের উদ্যোগে বানিজ্যিক শহর চৌমুহনী বাজারের করিমপুর রোড থেকে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে মাইশা টাওয়ারে গিয়ে সমাপ্ত হয়। এ সময় সংক্ষিপ্ত যুবদল সমাবেশ উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য কামাখ্যা চন্দ্র দাস, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নোয়াখালী জেলা বিএনপির সদস্য জহির উদ্দিন হারুন। এছাড়া উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী প্রমুখ।