ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াশে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

তাড়াশে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহাসড়ক এলাকায় এক কলেজ ছাত্রী (২১) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ফেসবুকে প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করে প্রেমিক আরিফ হোসেন (২২)। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের যুবক আরিফের সঙ্গে ফেসবুকে ওই কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘদিন ধরে। এ গভীর প্রেমে তাকে বিযের প্রলোভনে গত ২১ জুন হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের একই এলাকার চরহামকুড়িয়া গ্রামে ২- ৩ ঘণ্টার জন্য একটি ঘর ভাড়া নেয় এবং সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে ওইদিন রাতে ধর্ষিতা প্রেমিকা তাকে বিয়ে করার চাপ সৃষ্টি করে। এতে ওই প্রেমিক যুবক তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। অবশেষে এ ব্যাপারে গত শুক্রবার রাতে আরিফ হোসেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। পুলিশ এ মামলার একমাত্র আসামি আরিফকে গ্রেপ্তারে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ওসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত