ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আসাননগর এলাকায় ট্রাকচাপায় গোলাম বারিক মন্ডল (৭৬) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী লিমা বেগম। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বারিক মন্ডল উপজেলার উমেদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত হামেদ আলী মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, গোলাম বারিক মন্ডল তার স্ত্রী লিমা বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে ভাটই বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়।